শিল্প-কারখানা
অর্থনীতি
0

'কর বাড়ালে ক্রেতার পকেট থেকে বাড়তি টাকা যাবে সেটা এনবিআরকে বোঝানো হয়েছে'

মূল্য সংযোজন কর মূসক বা কর বাড়ালে ক্রেতার পকেট থেকে বাড়তি টাকা যাবে সেটা এনবিআরকে বোঝানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাণ-আরএফএলের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) বিকালে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা) ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, 'ভ্যাট বাড়ানোর বিষয়টি সমাধান ও পজিটিভ বিবেচনা করবে এনবিআর। বাড়তি করের জন্য ভোক্তাকে বাড়তি টাকা ব্যয় করতে হবে, ৫ টাকার বিস্কুট ৭ টাকা দিয়ে ক্রয় করতে হবে ক্রেতাকে। তবে ব্যবসায়ীরা চান ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করার।'

গণমাধ্যমে তিনি জানান, ২৫ টাকার জুসের দরে আরো ৮ টাকা বাড়বে তবে ভোক্তার ওপর জুলুম হোক তা ব্যবসায়ীরা চান না।

করের বোঝা না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই শিল্পকে বাঁচাতে হবে আর এই জন্যই এখনো এই খাতের ব্যবসায়ীরা পণ্যের দরবৃদ্ধি করেনি।'

ইএ