আজ সোমবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফারাহ ছন্দা এ আদেশ দেন।
এর আগে সমন জারি করা হলেও আসামিরা আদালতে হাজির হয় না হওয়ায় আজ এ আদেশ দেওয়া হয়।
মামলার বাদীরা অভিযোগ করেন, বিজ্ঞাপণ দেখে মোটরসাইকেল কেনার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে টাকা প্রদান করেন তারা। পণ্যগুলো ৪৫ দিনের মধ্যে সরবরাহের কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ না করায় ইভ্যালি পরে সমমূল্যের চেক দেয়। তবে চেকগুলো ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। আর এ বিষয়ে লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে এবং আসামিপক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।