ক্রিপ্টো
অর্থনীতি
0

বিটকয়েনের ৮ শতাংশ দর পতন

ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দর পতন হয়েছে। ২ বছরে প্রথমবার বিটকয়েনের দাম ৬৮ হাজার ডলার ছাড়ানোর পর পরই এক ধাক্কায় বিটকয়েনের ৮ শতাংশ দরপতন হয়।

মঙ্গলবার (৫ মার্চ) ৬২ হাজার ডলারের কমে লেনদেন শেষ হয়।

এর আগে সোমবার (৪ মার্চ) দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে ক্রিপ্টোবাজারে বিটকয়েনের লেনদেন হয়। বিটকয়েনপ্রতি ৬৮ হাজার ১৬১ ডলারে এদিনের লেনদেন শেষ হয়। যা একদিন আগের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বা ৩ হাজার ৫১৮ ডলার বেশি।

এদিন লেনদেনের এক পর্যায়ে ক্রিপ্টো মুদ্রার সর্বোচ্চ দাম উঠেছিল ৬৮ হাজার ৫৮০ ডলার।

গেল কয়েক সপ্তাহ ধরেই ক্রিপ্টোবাজারে ঊর্ধ্বমুখী বিটকয়েন। শেষবার ২০২১ সালের নভেম্বরে ৬৮ হাজার ৯৯৯ ডলার ৯৯ সেন্টে বিক্রি হয় ক্রিপ্টো মুদ্রা।