মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভার্চুয়াল কয়েনটির মূল্য।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো ট্রেডিং ফার্ম ‘বাকত’ কেনার জন্য আলোচনা করছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে।
ফলে শিগগিরি বিটকয়েনের মূল্য ছাড়াতে পারে ১ লাখ ডলার। এছাড়াও ভার্চুয়াল কয়েনের উন্মাদনায় বিশ্বজুড়ে ক্রিপ্টো কারেন্সির বাজারমূল্য পৌঁছেছে ইতিহাসে সর্বোচ্চ ৩ ট্রিলিয়ন ডলারে।