বৈঠকে আইএমএফ বাংলাদেশ ব্যাংকের অর্ডার ও মুদ্রানীতিতে কিছু পরিবর্তনের বিষয়ে আলোচনা করে।
এছাড়া ক্রলিং পেগের মাধ্যমে ডলারের মূল্য দুই মাস ধরে একই অবস্থানে রয়েছে। যে কারণে বাজারে সরবরাহ কমার আশঙ্কা করেছে বলে আইএমএফ জানায়। তাই ডলার দাম নির্ধারণ ও ক্রলিং পেগে কিছু নীতি পরিবর্তন ও পুনর্বিবেচনা করতে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও বৈঠক করেন তারা।
আইএমএফ গত ৩ ডিসেম্বর বাংলাদেশে ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে শর্ত পূরণ এবং পর্যবেক্ষণে এসেছে। আজ ছিল তাদের সফরের মধ্যবর্তী বৈঠক। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে থাকার কথা রয়েছে।