ব্যাংকপাড়া
অর্থনীতি
0

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তবে তার আগে বয়স সংক্রান্ত আইনি শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেয়া লাগবে। বিদ্যমান আইন অনুসারে, ৬৭ বছরের বেশি বয়সী কারোরই গভর্নর হওয়ার সুযোগ নেই।

বিকেলে অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার বৈঠকে গভর্নর পদের বয়সজনিত শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে। প্রজ্ঞাপনের পর ড. আহসান এইচ মনসুর সদ্য পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।

ড. আহসান এইচ মনসুর বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. আহসান এইচ মনসুর বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৭৭ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আর ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

ড. মনসুর ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন।

তিনি ১৯৮৯ সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা নিযুক্ত হন এবং ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত, তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর