ই-ভ্যাট সিস্টেম চালু, সরাসরি করদাতার ব্যাংকে যাবে ভ্যাট রিফান্ড

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু  করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান
অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান | ছবি: সংগৃহীত
0

কাগজ নির্ভরতা ও করদাতাদের ভোগান্তি দূর কমানোর জন্য অনলাইনের মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট ফেরতের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (বুধবার, ৭ জানুয়ারি) সকালে ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড সিস্টেম উদ্বোধনকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কথা বলেন।

এসময় তিনি জানান, এ সিস্টেম চালু করার ফলে করদাতাদের আর ভ্যাট অফিসে যেতে হবে না। এতে হয়রানি কমবার পাশাপাশি গতি বাড়বে রিফান্ড প্রক্রিয়ায়। ই-ভ্যাট সিস্টেমে জমা থাকা তথ্যের ভিত্তিতে এনবিআরের কর্মকর্তারা সহজেই ব্যবসায়ীদের প্রাপ্য রিফান্ড করতে পারবে। তবে এর জন্য ব্যবসায়ীদের অনলাইনে আবেদন করতে হবে।

সে প্রেক্ষিতে সরাসরি ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। আয়কর ও কাস্টমস শুল্কসহ অন্যান্য করের রিফান্ডও ধাপে ধাপে এ অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানিয়েছে এনবিআর।

এছাড়াও এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘আগামী অর্থবছর থেকে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।’

এএম