২০২৬ সালের মধ্যে পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলের কাজ সম্পন্ন হবে: বেজা চেয়ারম্যান

আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে
আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে |
0

২০২৬ সালের মধ্যে পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এটা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বেজার সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেসে এসব তথ্য জানান তিনি।

বেজা চেয়ারম্যান বলেন, 'এখনও সরকারি এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দেয়া যায়নি। তবে ২০২৬ সালের মধ্যে এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে পানি, বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হবে।'

তিনি বলেন, 'খুব দ্রুত সরকার একটি রোডম্যাপ করবে। সেই রোডম্যাপ অনুযায়ী, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে।'

আশিক চৌধুরী বলেন, 'সরকারি বেসরকারি যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠার কথা ছিল, তা বাতিল করার কোনো পরিকল্পনা নেই সরকারের। আগামী বছরের মধ্যে আরও ১৩৩টি বিনিয়োগকারীর মাধ্যমে সাড়ে পাঁচশ' কোটি ডলার বিনিয়োগ আনার পরিকল্পনা রয়েছে।'

এসএস