আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
তিনি জানান, ২০২৩ সালের প্রথমবারের আয়োজনে সফলতার পর টেস্ট অব বাংলাদেশ এর সিজন-২ আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে অঞ্চলভিত্তিক ৬২টি স্টল বাহারি ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে অংশগ্রহণ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাবারের পাশাপাশি আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। যাতে থাকবে বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা।