আজ (রোববার, ১ ডিসেম্বর) দুপুরে অর্থনীতিবিদ ও অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদনটি জমা দেন।
এতে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের অর্থনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন খাতের পাশাপাশি এডিপির দুর্নীতি, অনিয়ম, অর্থের অপচয় মূল্যায়ন করা হয়েছে।
এছাড়া জ্বালানি খাতের চুক্তিতে অনিয়ম, জিডিপি-মূল্যস্ফীতির তথ্যে নয়-ছয়, বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা, রাজস্ব আহরণে পদক্ষেপসহ নানা বিষয় তুলে ধরা হবে।
প্রতিবেদনে সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলোও সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
গত ২৮ তারিখ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়।