অর্থনীতি
0

'অর্থনীতির উন্নয়নেই বর্তমান অন্তর্বর্তী সরকার বেশি মনোযোগী'

বিনিয়োগকারীদের কাছে যা অঙ্গীকার করা হবে তাই সরবরাহ করতে চায় সরকার, এমনটি জানিয়েছেন বেজার নির্বাহী পরিচালক। আজ (বুধবার, ২০ নভেম্বর) রাজধানীতে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে এক কর্মশালায় তিনি আরও জানান, অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারেও মনোযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে ঢেলে সাজানো হচ্ছে অর্থনৈতিক অঞ্চলগুলোকে।

দক্ষিণ এশিয়া তথা বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিগত বছরগুলো থেকেই আলোচনায় বাংলাদেশ। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন থেকে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার গঠন। এমন প্রেক্ষাপটে শঙ্কা তৈরি হয়েছিল অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন নিয়ে। তবে সেই শঙ্কা দূর করতে কাজ শুরু হয়েছে নতুন উদ্যোমে।

দেশের চাকরির বাজারে বেসরকারি খাত বড় অংশীদার। সেই অংশীদারিত্ব বাড়াতেই গড়ে তোলা হয়েছে ১০০টি বিশেষ ইকোনমিক জোন। যার মধ্যে সবচেয়ে বড় অঞ্চল মীরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চল। যেখানে কর্মসংস্থান হবে ১৫ লাখ মানুষের। বুধবার সকালে রাজধানীর একটি তারকা হোটেলে বেজা'র আয়োজনে এই অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে কর্মশালা হয়। যেখানে উঠে আসে নানা শঙ্কা ও সম্ভাবনার কথা।

আলোচনায় আলোচকরা জানান, শিল্পের পাশাপাশি পরিবেশের ভারসাম্য না রাখলে পড়তে হবে সংকটে। কর্মসংস্থানের পাশাপাশি গড়ে তুলতে হবে নাগরিক সুবিধার সকল দিক এবং সেই সাথে বাসস্থানের ব্যবস্থা। অর্থনৈতিক অঞ্চলে ২০ শতাংশ বনায়নেরও প্রস্তাব দেন তারা।

একজন আলোচক বলেন, 'আগামী পাঁচ থেকে ১০ বছরের উন্নয়নে এনভায়রনমেন্টাল এবং স্যোশালে যদি এই প্যারামিটারগুলো আমার এরকম তারতম্য হয় তাহলে আমাকে এই স্টেপ নিতে হবে। সেটা বুঝার একটা ফ্রেমওয়ার্ক করতে হবে। এগুলোকে আমরা বলছি আসলে এনভায়রনমেন্টাল এবং স্যোশাল ট্রিগার।'

তবে পরিবেশগত নানা ঝুঁকি মোকাবিলার পাশাপাশি বিনিয়োগকারীরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন কর্মশালায়।

আলোচনার শেষপর্বে বেজার নির্বাহী পরিচালক বলেন, 'সরকার বিনিয়োগকারীদের কাছে যা অঙ্গীকার করবে তাই সরবরাহ করা হবে। একইসঙ্গে সকল অঞ্চলকেই পুনরায় মূল্যায়ন করা হচ্ছে।'

এসময় এসডিজির প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, 'অর্থনীতির উন্নয়নেই বর্তমান অন্তর্বর্তী সরকার বেশি মনোযোগী।'

অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট কিছু অর্থনৈতিক অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে সরকার। নতুনভাবে এই অঞ্চলগুলোর উন্নয়নে তিন ধাপে কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথাও জানান বক্তারা।

এসএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!