দেশে এখন
অর্থনীতি
0

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় মৎস্য ও কৃষিতে ক্ষতি ৬১০ কোটি টাকা

সাতক্ষীরা

সেপ্টেম্বর মাসের অতি বৃষ্টিতে সাতক্ষীরা জেলায় মৎস্য ও কৃষি খাতে প্রায় ৬১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় ও মৎস্য অধিদপ্তর।

সাতক্ষীরা জেলা মৎস্য অফিস জানায়, বৃষ্টির কারণে জেলার মোট ৫ হাজার ২৩০ হেক্টর জমির মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভেসে গেছে অধিকাংশ মাছ, যার আর্থিক ক্ষতির পরিমাণ ৬০০ কোটি টাকা। এছাড়া অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৪ কোটি টাকার।

অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক তথ্য, অতি বৃষ্টির কারণে জেলার ৫ হাজার ৪৫২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৪৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক মূল্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫ হাজার ৩৫০ জন। পানি নামার পর ক্ষয়ক্ষতির পরিমাণ পুনরায় নিরূপণ করা হবে বলে জানানো হয়েছে।

১৪ সেপ্টেম্বর থেকে ভারী বর্ষণের কারণে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলার বিনেরপোতা এলাকার বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ৪০টি গ্রাম। ৪দিন পর ক্ষতিগ্রস্ত বাঁধটি স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে মেরামত করে। তবে পরদিন শনিবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কারকৃত বাঁধ আবারও ভেঙ্গে যায়।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, চলতি মাসের ১৪ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত চার দিনে ৯৬ ঘণ্টায় ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর