বাজার
অর্থনীতি
0

'সারা বছরই বাজার ব্যবস্থাপনা করবে বাণিজ্য মন্ত্রণালয়'

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌ বলেছেন, 'শুধু রমজান না, সারা বছরই বাজার ব্যবস্থাপনা করবে বাণিজ্য মন্ত্রণালয়।' আজ (সোমবার, ১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, 'রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। শুধু রমজান না, সারা বছরই বাজার ব্যবস্থাপনা করবে বাণিজ্য মন্ত্রণালয়।'

আহসানুল ইস‌লাম টিটু‌ আরও বলেন, 'সামনে কঠিন পথ, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।'

গ্রাম থেকে ফসল ঢাকায় আসলে দাম বেড়ে যায়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, 'বাজারের পরিস্থিতি ঢাকায় এক রকম, গ্রামে আরেক রকম। কৃষক যে দামে ফসল বিক্রি করে, ঢাকায় ভোক্তাদের কাছে এসে সে ফসল পৌঁছায় কয়েকগুণ বেশি দামে।'

সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করছে বলে জানান তিনি। আগামী সাত দিনের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে চালের দামের মূল্য নির্ধারনের বিষয়ে সবশেষ জানানো হবে বলে জানিয়ে দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর