অর্থনীতি
0

ন্যাশনাল ব্যাংককে একীভূত করতে ইউসিবির আগ্রহ

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে (এনবিএল) একীভূত করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এ বিষয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউসিবির উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন অংশ নেন। তবে ন্যাশনাল ব্যাংকের কেউ সেখানে ছিলেন না বলে এনবিএলের একটি সূত্র জানিয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেছিলেন, 'দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে দেয়ার জন্য প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্যাংকের সঙ্গে আলোচনা হচ্ছে। এর মধ্যে কোনো আলোচনা চূড়ান্ত পর্যায়ে উন্নীত হলে তা কেন্দ্রীয় ব্যাংক থেকেই জানানো হবে।'

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ব্যাংক একীভূতকরণের নীতিমালা জারি করেছে। যেখানে স্বেচ্ছায় কিংবা বাধ্যতামূলক দুইভাবেই দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণের বিষয়ে দিকনির্দেশনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় এরই মধ্যে বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে এমওইউ সই হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকও বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আর গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের।

ইএ