অর্থনীতি
0

বণিজ্য মেলায় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি

পড়াশোনার পাশাপাশি তরুণ, তরুণীদের পছন্দ খণ্ডকালীন চাকরি। বাণিজ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী চুক্তিভিত্তিক চাকরি করছেন। আয় করছেন ১৫ থেকে ৩০ হাজার টাকা।

পড়ালেখার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং অভিজ্ঞতা অর্জনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খুঁজে নিয়েছেন খণ্ডকালীন চাকরি।

বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে পণ্য উপস্থাপন ও বিক্রির জন্য প্রতিষ্ঠানগুলো নিয়মিত কর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক খণ্ডকালীন কর্মী নিয়োগ করে থাকে। এর সিংহভাগই নেয়া হয় কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে। বাণিজ্য মেলার ৩৫০টি প্রতিষ্ঠানে এমন শিক্ষার্থীর সংখ্যা প্রায় কয়েক হাজার।

খণ্ডকালীন এই চাকরির মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের যেমন সুযোগ হচ্ছে তেমনি কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে তরুণদের। বাণিজ্য মেলায় এক মাস চাকরির জন্য কর্মীরা প্রতিষ্ঠানভেদে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করেন।

একজন তরুণী বলেন, 'এখানে কাজ করে আমার অভিজ্ঞতা হচ্ছে। বিভিন্ন ধরণের মানুষকে কিভাবে ডিল করতে হয় তা শিখছি। মানুষের সাথে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে মনে হয় আমার অভিজ্ঞতার পাশাপাশি আর্থিক ব্যবস্থারও উন্নতি হচ্ছে।'

খণ্ডকালীন এই চাকরিতে পারদর্শীতার ওপর অনেকেরই সুযোগ হয় স্থায়ী কর্মসংস্থানের। ফলে পড়াশোনার পাশাপাশি ভবিষ্যত ক্যারিয়ার গঠনে স্বপ্নের কথা জানান তারা।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, মেলায় কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যোগাযোগের দক্ষতা, উপস্থাপনার কৌশল, স্মার্টনেস, উপস্থিত বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হয়।

ভিসতা ইলেক্ট্রনিক্সের নির্বাহী পরিচালক তানভীর রেজা জিহাদ বলেন, 'যারা টেকনোলজি নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের বেশি গুরুত্ব দিচ্ছি।'

খণ্ডকালীন চাকরির মাধমে পাওয়া অভিজ্ঞতা সনদ পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা অন্য কোথাও চাকরি পাওয়ার ক্ষেত্রে অবদান রাখে। আর এভাবেই চাকরির বাজারে গড়ে উঠছে দক্ষকর্মী।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর