অর্থনীতি
0

চীনের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ : পলক

নতুন ৬ টি প্রকল্পে সহায়তার জন্য চীনের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় মন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ-চায়না ইনভেস্টমেন্ট সামিট করা হবে। রপ্তানি আয় বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান বাড়াতে চীনের সরকারি ও বেসরকারি বিনিয়োগ পাবে বাংলাদেশ।

বাংলাদেশ টেলিকম ও আইসিটি খাত প্রসারে চীন পাশে থাকবে উল্লেখ করে পলক বলেন, ১৪ বছরে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিভিন্নভাবে সহায়তা করেছে চীন সরকার। তাদের সহায়তায় গত ১০ বছরে ১ বিলিয়ন ডলার খরচ করে ৫টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এসএসএস