যশোরে ঈদের জামাত অনুষ্ঠিত

জীবনযাপন , ধর্ম
এখন জনপদে
0

উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ (সোমবার, ৩১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে।

প্রধান জামাতের খুতবায় পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মওলানা ইয়াসিন আলী। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা ও ফিলিস্তিনি জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করেন ইমাম।

জামাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন।

ইএ