যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

এখন জনপদে
0

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে ঈদে ঘরমুখো মানুষের চাপ। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এই চাপ আরও বাড়বে বলে আশা করছেন সেতু কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সকাল থেকে পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে করতে এই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছে আগাম ছুটি পাওয়া উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ।

ঢাকামুখী যানবাহনেরও চাপ রয়েছে মহাসড়কে। আজ সরকারি ছুটি শুরু হওয়ার পর বিকেল থেকে ঘরমুখো এই মানুষের চাপ আরও বাড়বে। তবে যানবাহনের চাপ বাড়লেও এবারের ঈদযাত্রায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট বা ভোগান্তির আশঙ্কা নেই।

ঘরমুখো মানেুষের নিরাপত্তা ও ভোগান্তি দূর করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।

এসএস