‎পিরোজপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে হট্টগোল

এখন জনপদে
0

নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে আজ (বুধবার, ২৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার, ২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মুক্তিযোদ্ধা ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তখনই উপস্থিত কয়েকজন এর বিরোধিতা করেন।

পরবর্তীতে, আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাজী সাখাওয়াতের ওপর চড়াও হন গোলাম মোস্তফা নামের স্থানীয় এক ব্যক্তি। মূলত গতকালের অনুষ্ঠানে 'জয়বাংলা' স্লোগানকে কেন্দ্র করেই সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়।

বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন বলেন, 'জয় বাংলা আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান। এ স্লোগান আমরা দিয়ে যাবো।'

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চ অনুষ্ঠানের দিন কোনো ‘জয় বাংলা' স্লোগান দেওয়া হয়নি। গতকাল গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘জয় বাংলা’ বলেছিলেন। তখন অনেকেই তাঁর বিরোধিতা করেন। তিনি ভুল বুঝতে পেরে তখনই ক্ষমা চেয়েছেন।'

এসএইচ