নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে ভর্তি

এখন জনপদে
0

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ৬ জন অসুস্থ হয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আজ (বুধবার, ২৬ মার্চ) সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, অচেতনরা সবাই পেশায় রাজমিস্ত্রি। তারা ঢাকা থেকে ট্রাক যোগে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল। ভোরে সেহেরির খাবার হিসেবে পথিমধ্যে পাউরুটি, কলা ও পানি খেয়েছিল। এর কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়ে।

ভোরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে দুর্বৃত্তরা তাদের ফেলে রেখে চলে যায়। সকাল ৮টায় স্থানীয়রা বিষয়টি দেখে থানায় জানায়। পরে সদর থানা পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল ১০ টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৬ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের সাথে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা পানি আর রুটি খাওয়ার পর আর কিছু মনে নেই।

ধারণা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. রাশেদ বলেন, ‘খাবারের সাথে তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে। এজন্য রোগীরা এখন ঘুমে আছে। তবে সবাই সুস্থ আছে। গুরুতর মনে হচ্ছে না। ঔষধের ক্ষমতা শেষ হয়ে গেলে তারা সুস্থ হয়ে উঠবে। তবে স্বাভাবিক হতে সময় লাগবে।‘

এএইচ