কুড়িগ্রামে চর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এখন জনপদে
0

কুড়িগ্রামে নির্জন চরের বালুতে পুতে রাখা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) দুপুর ২টার দিকে রংপুর থেকে আসা ক্রাইম সিন টিমের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ এবং এলাকাবাসী জানান, ফুলবাড়ী উপজেলায় অবস্থিত দ্বিতীয় ধরলা সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ দিকে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নির্জন বালু চরে লাশটি পুতে রাখা ছিল। এসময় তার দুই পা উপরের দিকে বের করা অবস্থায় ছিল। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ওই এলাকা দিয়ে কাজে যাওয়ার সময় পা দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি দেখে লাশ উদ্ধারের জন্য রংপুরের ক্রাইম সিন টিমকে খবর দেন। তারা এসে লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন, উদ্ধারকৃত লাশ থানা হেফাজতে রয়েছে। আগামীকাল জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। এছাড়া লাশের পরিচয় উদ্ধারসহ সংশ্লিষ্ট বিষয়ে কার্যক্রম চলছে।

এএইচ

BREAKING
NEWS
3