৩০ কেজি ওজনের ভোল মাছ, সাড়ে ৩ লাখ টাকা বিক্রি

এখন জনপদে
0

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) ৩০ কেজি ওজনের একটি ভোল মাছ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

জেলেরা জানান, গত দশ দিন আগে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফ ফি সাইফ নামে সমুদ্রগামী ট্রলার। সমুদ্রের ১৮০ নটিক্যাল মাইল দূরে জাল ফেলা হলে মাছটি ধরা পড়ে।

আজ সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেট ওঠানো হলে আলম মার্চেন্ট এজেন্ট ফিস প্রতিষ্ঠানটি খোলা ডাকে মাছটি বিক্রি করে।

সাইফ কোম্পানির ব্যবস্থাপক মনিরুল হক মাসুম বলেন, ‘মাছটির ওজন হয় ত্রিশ কেজি একশ' গ্রাম। মাছটি ১২ লাখ টাকা মণ দরে দশ লাখ ৫৬ হাজার টাকায় প্রথমে বিক্রি হয়। মাছটি কোরাল ভোল পুরুষ জাত ভেবে বেশি দরে বিক্রি হয়। পরে মাছটির পেট থেকে বালিশ সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় মাছটি মা মাছ, পেটে ডিম। পরে দর পুনঃনির্ধারণ করে মাছটি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়।’

এসএস