বাড়তি ভাড়া আদায়, চট্টগ্রামে ৩ বাস কাউন্টারকে জরিমানা

এখন জনপদে
0

ঈদে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে ৩টি বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) দুপুরে নগরীর অলংকার মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় সতর্ক করা হয় আরও কয়েকটি কাউন্টারকে ও প্রত্যেকটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়। যাত্রীদের অভিযোগ, ঈদ ঘিরে নিয়মিত ভাড়ার চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বাড়তি টাকা নিচ্ছে পরিবহনগুলো।

নগরীর অলংকার মোড় গিয়ে এ অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি বছরের অন্য সময় যাত্রী কম থাকায় ভাড়াও কম নিয়ে থাকেন তারা। তবে ভোক্তা অধিকার বলছে বাড়তি ভাড়া আদায় হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

ইএ