নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

এখন জনপদে
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। আজ (রোববার, ২৩ মার্চ) ভোর রাত ৪টার দিকে ফতুল্লার তল্লা মসজিদের পাশে টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে। তাদের রাজধানীর জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, সেহরির রান্না করার সময় অটো চুলা জ্বালাতেই হঠাৎ পুরো ঘরে আগুন ধরে যায়। এসময় হারুন অর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার ও মেয়ে মিম দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান স্থানীয়রা।

চিকিৎসকরা জানান, হারুন অর রশিদ ও তার মেয়ের শরীরের এক ভাগ পুড়লেও রুনা আক্তারের শরীরের ৬২ ভাগ পুড়ে গেছে।

দগ্ধদের গ্রামের বাড়ি বরগুনার আমতলির সাং চাউরা এলাকায়।

ইএ