স্বজনরা জানান, সেহরির রান্না করার সময় অটো চুলা জ্বালাতেই হঠাৎ পুরো ঘরে আগুন ধরে যায়। এসময় হারুন অর রশিদ, তার স্ত্রী রুনা আক্তার ও মেয়ে মিম দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান স্থানীয়রা।
চিকিৎসকরা জানান, হারুন অর রশিদ ও তার মেয়ের শরীরের এক ভাগ পুড়লেও রুনা আক্তারের শরীরের ৬২ ভাগ পুড়ে গেছে।
দগ্ধদের গ্রামের বাড়ি বরগুনার আমতলির সাং চাউরা এলাকায়।