ঐক্য পরিষদের সদস্য সচিব জিএম মফিজুর রহমানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি জাতীয় শিক্ষা নীতির আলোকে সারা দেশের মসজিদ কাঠামো ব্যবহার করে দারিদ্র সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করে।
এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিয়ে আসছিলো।
এ প্রকল্পের মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকার নারী ও পুরুষের দরিদ্রতা দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথম দুটি প্রকল্পে নিয়োগকৃতদের রাজস্ব খাতে নিলেও বাকি ৫টি প্রকল্পের জনবল রাজস্ব খাতের বাইরে রয়েছে। ৩২ বছর ধরে চলমান প্রকল্পে কখনো বেতন বৃদ্ধি করা হয়নি। এখন সংশ্লিষ্টরা আউটসোর্সিংয়ের চিন্তা করছেন।
তাই অনতিবিলম্বে সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের রাজস্বকরণ করে ঈদের আগে বেতন ভাতা প্রদানের পাশাপাশি রাজস্ব খাতে নিয়োগ করার দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। একইসাথে দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।