সুন্দরবনের আগুন ৯০ থেকে ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে

এখন জনপদে
0

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপারবিল এলাকার লাগা আগুন ৯০ থেকে ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। তবে, বনের ভেতর বিক্ষিপ্তভাবে জ্বলা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, বন বিভাগের ফায়ার ইউনিট।

আজকের মধ্যে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে বনে করছেন তারা। এর আগে, শনিবার সকালে চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় এই আগুন লাগে।

বিকেল থেকে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে বন বিভাগ। কিন্তু আলো স্বল্পতায় সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয় আগুন নেভানোর কাজ। পরে আজ সকাল থেকে আবারো আগুন নেভানোর কাজ শুরু করা হয়।

তবে, আগুন লাগার স্থান থেকে পানির উৎস দূরে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে গত দুই যুগে অন্তত ২৬ বার আগুন লেগেছে।

এএইচ