জানা গেছে, এডহক কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন। আশিক খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।