এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী এলাকার মৃত ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭) একই উপজেলার ভাবকি এলাকার আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান বাবু (২৪), ও পাঠুনিপাড়া এলাকার মো. সোহরাবের ছেলে মো. হাফিজুর রহমান (৪০)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, মাদকদ্রব্য উদ্ধার পুলিশের রুটিন ওয়ার্ক। গোপন সংবাদের ভিত্তিতে এ সব মাদক উদ্ধার করা হয়। এ সময় তিনটি ড্রাম ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।