গাজায় গণহত্যার প্রতিবাদে যশোরে গণমিছিল

এখন জনপদে
0

মার্কিন মদদে গাজায় ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যার বিচারের দাবিতে যশোরে গণমিছিল হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) রাতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা এই গণমিছিল করে।

মিছিলটি শহরের ফায়ার সার্ভিস রোড বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটুসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, মার্কিন এর প্ররোচনায় গাজায় গণহত্যা।

আছিয়া ধর্ষণ হত্যাসহ সারাদেশে নারী ধর্ষণ হত্যা বন্ধ করা ও বিচার করা, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ করা, জানমালের নিরাপত্তা দেওয়া, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান।

ইএ