এ সময় ধারালো ছুরি দিয়ে শওকত আলী (৩২) হাতে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সৈকত আলী কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড়া গ্রামের সাবেক মেম্বার আইস উদ্দিনের ছেলে ও বিপিনগঞ্জ বাজারের শওকত টেলিকমের স্বত্বাধিকারী।
শওকত আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি কুল্লাগড়া ইউনিয়নের বিপিনগঞ্জ বাজারে মোবাইল ব্যাংকিং পরিষেবা রকেট, বিকাশ, নগদে এজেন্ট ব্যবসায়ী। এছাড়াও বিভিন্ন অপারেটরের সিমেও ফ্ল্যাক্সিলোড করে থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার পর বিপিনগঞ্জ বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে সাদামাটি পাহাড় এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি গতি রোধ করে।
পরে ধারালো ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা দাবি করে। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে দুই হাতেই আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে মোট প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন ছিল। পরে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান শওকত।
এদিকে এই ঘটনার পর ডাকাত সন্দেহে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক শতাধিক গ্রামবাসী হাতে লাইট এবং লাঠি নিয়ে পুরো গ্রামে তল্লাশি চালায়। তবে এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, 'আমরা বিষয়টি জানার পর পরই তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'