স্থানীয়রা জানান, মামুন নামে এক ব্যক্তি ঐ স্থানে সুপারির পাতা কুড়াতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে, তিনি পুলিশকে মুঠোফোনে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। এখনো লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সন্ধ্যার পরে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এবং পরিচয় শনাক্ত করাসহ আইনি প্রক্রিয়া চলমান।