শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, জেলার দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাক দিয়ে সুনামগঞ্জ আসছিল। পথে দিরাইয়ের শরীফপুর এলাকায় পুলিশ চেকপোস্টে ট্রাকে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।
বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে আসলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। এক পর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। এরপর সেখানকার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে তাদের গণধোলাই দেয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ‘ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিরাই চেকপোস্ট থেকে তুলে নিয়ে আসা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।