আজ (রোববার, ১৬ মার্চ) বিকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোক্তার সাথে সংশ্লিষ্ট সকল ধরনের স্টেকহোল্ডারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে অধিকার এবং দণ্ড নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ও গেইনের প্রতিনিধি আশেক মাহফুজ।
কর্মশালায় জেলার সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ভোক্তা সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতনরা উপস্থিত থেকে স্ব স্ব অবস্থানের মত প্রকাশ করেন। তারা বলেন, খোলা তেলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতি। তাই খোলা তেল বন্ধে সরকার কার্যকরী উদ্যোগ নিচ্ছে বলে জানান তারা।

এর আগে নেত্রকোণার বাজারগুলোতে প্লাস্টিক ড্রামে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ও বিক্রয়ের ব্যাপারে খোঁজখবর নেন তিনি। বাজার পর্যায়ে খুচরা বিক্রেতাদের তথ্যের ভিত্তিতে শহরের তিনটি ডিলারের গোডাউন ঘুরে দেখেন তারা।
এর মধ্যে প্রিয়া এন্টারপ্রাইজ সহ দুইটি প্রতিষ্ঠানের গোডাউনে প্লাস্টিক ড্রামে বিপুল পরিমাণ খোলা সয়াবিন তেল মজুদ অবস্থায় পায় ভোক্তা অধিদপ্তর। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেমিক্যালের ড্রামে সয়াবিন তেল বিক্রি বন্ধের বিষয়েও জানানো হয়।