গাজীপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কনস্টেবল

.
এখন জনপদে
0

গাজীপুরে ঝাজড় এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। তবে, মারাত্মকভাবে হলেও ছাড়েননি ছিনতাইকারীকে। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

রাতে ঝাজড় এলাকায় অভিযানে যায় পুলিশের পেট্রোল টিম। ছিনতাইকারীদের ধরতে গেলে, পুলিশের ওপর হামলা চালায় তারা।

এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কনস্টেবল মোস্তাককে। তবুও ছাড়েননি ছিনতাইকারী মনিরকে।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে মনির মাদক, হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১২টি মামলা আসামি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইএ