বিরামপুরে সাত বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

.
অপরাধ ও আদালত
এখন জনপদে
0

দিনাজপুরের বিরামপুরে টিভি দেখার প্রলোভন দেখিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মমিনুর ইসলাম (৫৪) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল সন্ধ্যায় উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ (বুধবার, ১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক। গ্রেপ্তারকৃত মমিনুর ইসলাম(৫৪) উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টিভি দেখার কথা বলে হাত ধরে প্রতিবেশীর সাত বছরের দুই শিশুকে ডেকে তার নিজের ঘরে নিয়ে যায় এবং ঘরের জানালা দরজা লাগিয়ে দেয় অভিযুক্ত মমিনুর ইসলাম (৫৪)।

একপর্যায়ে সাত বছরের ওই দুই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ভয়ে ওই দুই শিশু চিৎকার করলে অভিযুক্ত তাদের হুমকি দেয়, যদি এ বিষয়ে কাউকে কিছু বলে তাহলে গলা চেপে ওই দুই শিশুকে মেরে ফেলবে।

পরে ওই দুই শিশু মায়ের কাছে এসে কান্নাকাটি করে, তাদের মা জিজ্ঞেস করলে তারা ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি ধীরে ধীরে জানাজানি হলে অভিযুক্ত কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুর ইসলামকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ইএ