ঘোড়াঘাটে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ

.
এখন জনপদে
0

দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ সবার ন্যায় বিচার ও ধর্ষণ বন্ধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে। আজ (রোববার, ৯ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরশহরের বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে গাইবান্ধা মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, মাগুরার ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত নরপশুর বিচার চাই, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে বক্তব্যে রাখেন, মাহফুজুর রহমান, ইমরান খান,মেহেদী হাসান, বিপ্লব মন্ডল, মেহেদী হাসান ইমু, দিশান চৌধুরী, রায়হান, তারেক, দিলরুবা আক্তার বিপাশা সহ আরও অনেকে। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান তারা।

এএইচ