গাজীপুরে রোহিঙ্গা নারীসহ আটক ২

এখন জনপদে
0

গাজীপুরে পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার সময় হাতেনাতে এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ।

তিনি জানান, এক দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে পাসপোর্টের আবেদন করতে আসলে কর্মকর্তাদের ওই নারীকে সন্দেহ হয়। পরে তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শারিদা (২০) কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা। পাসপোর্ট করতে কয়েকদিন আগেই তিনি গাজীপুরে আসেন।

পরে এক দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে অফিসে আসলে সেখান থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত দালালকেও আটক করা হয়েছে।

ইএ