শেরপুরের অবৈধভাবে বালু উত্তোলন, ১৫ জনকে সাত লাখ টাকা জরিমানা

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

এখন টেলিভিশনে খবর প্রচারের পর শেরপুরের নালিতাবাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (সোমবার) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদী থেকে দীর্ঘদিন একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে রাতের আঁধারে বিক্রি করে আসছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোগাই নদী থেকে বালু উত্তোলন ও বালু পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়।

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ১৫জনকে ৫০ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিজিবি ও পুলিশ এবং আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এএইচ