আজ (রোববার, ২ মার্চ) সকালে নোয়াখালীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন ডা. এম. রহমান বাপ্পি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা.আকতার উদ্দিন, ডা.আবু হানিফ, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মাজহার রাকিব ও সাজেদুল ইসলাম সৌরব।
এসময় বক্তারা বলেন, ‘ডিপ্লোমা চিকিৎসকদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এছাড়া মহামান্য হাইকোর্টে চলমান একটি মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তারা বলেন, ‘আমরা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই।’