‘রাইড ফর গ্লোরি’ নামের এই প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে দেশি-বিদেশি ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় সেনাপ্রধান বলেন, 'তরুণ প্রজন্ম এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখবে। '
দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। এমন আয়োজন শারীরিক সুস্থতা বজায় রাখতে ও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।