ময়মনসিংহে মাছের খামার দখলের অভিযোগ

এখন জনপদে
0

রাজনৈতিক প্রভাবশালীদের ভয় দেখিয়ে নাহিদ অ্যাগ্রো নামে একটি মাছের খামার দখলের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মান্দাটিয়া গ্রামে নাহিদ অ্যাগ্রো ফার্ম নামে একটি মাছের খামার দখল করে স্থাপনা নির্মাণের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন নাহিদ অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে নাহিদ অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মিজানুর বলেন, '১৫ বছরের বেশি সময় আগে মান্দাটিয়া গ্রামে জমি কিনে ও পাশের কিছু জমি লিজ নিয়ে ফার্মটি স্থাপন করা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বৃষ্টিতে খামারের পুকুরগুলো তলিয়ে গেলে ফার্মটি ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ে। পরবর্তীতে ২০২৪ সালের মাঝামাঝিতে ত্রিশালের তৎকালীন আওয়ামী লীগের এমপি আনিছুজ্জামানের কুনজর পড়ে ফার্মের ওপর। তার নির্দেশ ও শেল্টারে স্থানীয় লিটন মিয়া নামে একব্যক্তি ফার্মটি অবৈধ দখলে নেয়।'

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এমপি আনিছুজ্জামান পলাতক থাকলেও একই ব্যক্তির নেতৃত্বে দখল অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে থানা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশকে লিখিতভাবে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

মিজানুর রহমান বলেন, 'দখলদার ব্যক্তি লিটন আগে আওয়ামী লীগের এমপি আনিছুজ্জামানের শেল্টার নিলেও এখন তিনি স্থানীয় বিএনপি কর্মী সাহাবুল, খসরুর সহায়তায় বিএনপি ও এক সমন্বয়কের ভয় দেখিয়ে দখল অব্যাহত রেখেছেন।'

ইএ

BREAKING
NEWS
3