টাঙ্গুয়ার হাওরে বিষটোপে খামারির ৫০০ হাঁসের মৃত্যু

এখন জনপদে
0

অতিথি পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের দেয়া বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁসের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের ক্ষতিগ্রস্ত খামার মালিক সুজন মিয়া বাদী হয়ে একই গ্রামের আহম্মদ মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়ার খামারের হাঁসগুলো প্রতিদিন সকালে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন এবং বিকালে নিয়ে আসেন। কিন্তু সোমবার সকালে মন্দিয়াতা গ্রামের পাখি শিকারি আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনিক মিয়া টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে বিষ মিশ্রিত ধান ছিটিয়ে রাখে। দুপুরে সুজন মিয়ার খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষ মিশ্রিত ধান খেয়ে মারা যায়।

তবে স্থানীয় বাসিন্দা আরিফুর বলেন, 'প্রতিনিয়ত পাখি মরার জন্য ধানের সাথে যে বিষ দেওয়া হচ্ছে সেটা খেয়ে হাঁস মারা যাচ্ছে।'

আর খামার মালিক সুজন মিয়া জানালেন, ধানের সঙ্গে শিকারিদের দেয়া বিষ খেয়ে আমার প্রায় ৫০০ হাঁস মারা গেছে।

এদিকে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 'এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'

সুজন মিয়ার খামারের ৫০০ হাঁসের বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

ইএ