জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়া ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানসহ দেশের নিরাপত্তায় বিশেষভাবে ভূমিকা পালন করে। এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম ছাড়াও সেবামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানানো হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমে বিভিন্ন ভালো কাজে অবদান রাখায় ৫০ জন সদস্যের মাঝে ৭টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।