সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা

এখন জনপদে
0

ঢাকায় অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভিন্ন সরকারি অফিসে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। তারই অংশ হিসেবে চট্টগ্রামে আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সরকারি বিভিন্ন দপ্তরের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভে বক্তারা জানান, সারাদেশে সরকারি দপ্তরগুলোতে প্রায় দুই লাখ আউটসোর্সিং কর্মচারী নানা পদে কাজ করেন। বিশেষ করে চালক, পিয়ন, গার্ড এবং টেকনিক্যাল নানা পদে আউটসোর্সিং কর্মচারীরা সেবা প্রদান করেন।

গত ২০ থেকে ২৫ বছর ধরে সরকারি দপ্তরে কাজ করেও তারা বেতন বোনাস, বিভিন্ন ছুটি ও সরকারি অনুদান পান না বলে জানান।

২০১৮ সালে একটি নীতিমালার মাধ্যমে তাদের কাছ থেকে সব সুযোগ-সুবিধা কেড়ে নেয়া হয়। এমনকি নারীরা মাতৃত্বকালীন ছুটিও পান না বলে অভিযোগ করেন বক্তারা।

গত ৬ মাস এ নিয়ে বারবার আন্দোলনে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও তা কার্যকর হয়নি। তারই প্রেক্ষিতে এই কর্মবিরতি।

এসএস