আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
তিনি বলেন, ‘ভোজ্যতেলের সংকট ও বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় একটি কসমেটিকস দোকানে ভারতীয় আমুরকুল রাখার অভিযোগে ৩ হাজার টাকা, একটি মুদি দোকানে পাকা রশিদ না থাকায় দোকান মালিককে ২ হাজার টাকাসহ তিনটি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানান তিনি।