১৩ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

অর্থনীতি
এখন জনপদে
0

গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ ছিল জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। দীর্ঘ সময় পর আবারো ইউরিয়া উৎপাদন শুরু করেছে সার কারখানাটি। গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

পুরোপুরি উৎপাদন কার্যক্রমে যেতে আরো ৫-৭ দিন সময় লাগবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক।

যমুনা সার কারখানায় নিরবচ্ছিন্ন সার উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন। গ্যাস সংকট দেখিয়ে ২০২৪ সালের জানুয়ারির ১৫ তারিখের দিকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

যমুনা সার কারখানায় পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে ওই দিন যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, গ্যাস সংকটের কারণে গত বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ। বৃহস্পতিবার রাত থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ বাড়িয়ে দেয়ায় উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। পুরোপুরি উৎপাদনে যেতে সপ্তাহ খানেক সময় লাগবে।

প্রতিদিন ১ হাজার ৭শ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে ১৯৯১ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে দেশের অন্যতম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

তবে গ্যাসের কম চাপ ও বিভিন্ন সমস্যার জন্য ১ হাজার ২৫০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিলো কারখানাটি। জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের ১৯টি জেলার ১৬২টি উপজেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) প্রায় ১ হাজার ৯শ ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার সরবরাহ করে থাকে যমুনা সার কারখানা।

এএইচ