নাটোরে জুলাই বিপ্লবের চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী

এখন জনপদে
0

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই স্লোগান নিয়ে তারুণ্য উৎসব উদযাপনের অংশ হিসেবে নাটোরে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাটোরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি গণগ্রন্থাগারে এই প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে প্রদর্শনীতে রাজধানীর পাশাপাশি স্থানীয় জুলাই বিপ্লবের অন্তত ২৫০টি স্থির চিত্র প্রদর্শন করা।

এছাড়া জুলাই অনির্বাণ, গণমুক্তি অনিবার্য, আঁধার পেরিয়ে এবং গণভবন নামে মোট চারটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এসময় অস্থায়ী জুলাই বিপ্লবের গ্যালারি পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা তথ্য অফিসার আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি ওবায়দুল্লাহ মিম। প্রদর্শনীতে অতিথিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন।

এসএস