এ সময় নতুন কমিটির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন, ‘দলীয় কোন্দল নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে।’
তিনি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের উপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে। কমিটি গঠন নিয়ে আমরা কোনো স্বজনপ্রীতি করব না। তিনি বলেন, আহ্বায়ক কমিটির সদস্যদের আসন ভিত্তিক ভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তারা সঠিক ভাবে কাজ করছেন। আগামীতে জেলা বিএনপি হবে সুসংগঠিত একটি দল।
সভায় নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, আবুল হাসান, তাসকিন আহমেদ, মনিরুজ্জামান ও মো. আক্তারুল ইসলাম ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন প্রমুখ।