নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

এখন জনপদে
0

নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি-বিক্রি ও যত্রতত্র ময়লা ফেলায় দুই হোটেল ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৫৩ ধারায় জয়ের বাজার এলাকায় মগড়া নদীতে ময়লা আবর্জনা ফেলা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে পানসি নামের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই হাজার টাকা ও ডিসি অফিস সংলগ্ন মাতৃছায়া মিষ্টান্ন ভাণ্ডারকে আরো এক হাজার টাকা অর্থদণ্ড দেয়। এ দুইটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়ে প্রাথমিক ভাবে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নদী, জলাশয় ও উন্মুক্ত কোনো স্থানে ময়লা আবর্জনা না ফেলা ও হোটেলগুলো যেন স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয় করে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া পুনরায় এরূপ কাজ থেকে বিরত থাকতেও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

এএম

BREAKING
NEWS
3