গাছে গাছে যখন আমের মুকুল, বাগানিদের চোখে সম্ভাবনার স্বপ্ন, ঠিক তখনই আমের তীর্থভূমি চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কেটে দেয়া হলো ৮ শতাধিক গাছ। দুর্বৃত্তদের এমন তাণ্ডবে হতবাক এলাকাবাসী।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধ এলাকায় ৯ বিঘা জমি লিজ নিয়ে আমের বাগান করেন কৃষক সেলিম রেজা।
এর মধ্যে রয়েছে কাটিমন, বারি-৪ ও আম্রপালিসহ বিভিন্ন জাতের দেড় হাজারের বেশি আমগাছ। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকালে পরিচর্যার জন্য বাগানে গেলে প্রায় বাগানজুড়ে বিপর্যয় দেখে হতবাক তিনি। রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে বাগারে প্রায় ৮শ' গাছ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
বাগান মালিক সেলিম রেজা বলেন, ‘গাছ মানুষ করা অনেক কষ্ট। একটা সন্তান মানুষ করার চেয়েও কষ্ট বেশি।’
ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্বৃত্তদের আইনের আওতায় কথা জানিয়েছে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই বাগান মালিকের। তবে, জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ করেছেন বাগান মালিক।