চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে ৮ শতাধিক আম গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

.
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে ৮ শতাধিক আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রকৃতির ওপর এমন অত্যাচারে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে থানায় অভিযোগ করেছেন বাগান মালিক। পুলিশ বলছে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে।

গাছে গাছে যখন আমের মুকুল, বাগানিদের চোখে সম্ভাবনার স্বপ্ন, ঠিক তখনই আমের তীর্থভূমি চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কেটে দেয়া হলো ৮ শতাধিক গাছ। দুর্বৃত্তদের এমন তাণ্ডবে হতবাক এলাকাবাসী।

পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধ এলাকায় ৯ বিঘা জমি লিজ নিয়ে আমের বাগান করেন কৃষক সেলিম রেজা।

এর মধ্যে রয়েছে কাটিমন, বারি-৪ ও আম্রপালিসহ বিভিন্ন জাতের দেড় হাজারের বেশি আমগাছ। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকালে পরিচর্যার জন্য বাগানে গেলে প্রায় বাগানজুড়ে বিপর্যয় দেখে হতবাক তিনি। রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে বাগারে প্রায় ৮শ' গাছ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।

বাগান মালিক সেলিম রেজা বলেন, ‘গাছ মানুষ করা অনেক কষ্ট। একটা সন্তান মানুষ করার চেয়েও কষ্ট বেশি।’

ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্বৃত্তদের আইনের আওতায় কথা জানিয়েছে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই বাগান মালিকের। তবে, জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ করেছেন বাগান মালিক।

ইএ